কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৯০
পরিচ্ছেদঃ ২১. যেকোন বিষয়ে ফতওয়া চাওয়ামাত্রই যে ব্যক্তি লোকদেরকে ফতওয়া দিয়ে বেড়ায়- তার সম্পর্কে
১৯০. আ’মাশ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবরাহীম (আন নাখঈ’)-কে কখনো বলতে শুনিনি, ’এটি হালাল’ আর, ’এটি হারাম’। বরং তিনি বলতেন: তাঁরা (সাহাবীরা) তা ’মাকরূহ’ (অপছন্দনীয়) মনে করতেন, এবং তাঁরা তা ’মুস্তাহাব’ (পছন্দনীয়) মনে করতেন।’[১]
তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: এটি আমি অন্য কোথাও পাইনি।
باب في الذي يفتي الناس في كل ما يستفتى
أَخْبَرَنَا هَارُونُ، عَنْ حَفْصٍ، عَنِ الْأَعْمَشِ، قَالَ: مَا سَمِعْتُ إِبْرَاهِيمَ يَقُولُ قَطُّ: حَلَالٌ وَلَا حَرَامٌ، إِنَّمَا كَانَ يَقُولُ: كَانُوا يتكْرهونَ، وَكَانُوا يَسْتَحِبُّونَ إسناده صحيح