৩৮৯৮

পরিচ্ছেদঃ জান্নাতের বিবরণ

(৩৮৯৮) আবূ মূসা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মুসলিমকে একজন ইয়াহুদী অথবা খীষ্টানকে দিয়ে বলবেন, এই তোমার জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপণ। (মুসলিম ৭১৮৭)

এ কথার অর্থ অন্য এক হাদীসে বর্ণিত হয়েছে; ’প্রত্যেকের জন্য জান্নাত একটি নির্দিষ্ট স্থান আছে এবং দোযখেও আছে। সুতরাং মু’মিন যখন বেহেশেত প্রবেশ করবে, তখন দোযখে তার স্থলাভিষিক্ত হবে কাফের।’ (ইবনে মাজাহ ৪৩৪১ সহীহ সনদে)

عَنْ أَبِى مُوسَى قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ دَفَعَ اللهُ عَزَّ وَجَلَّ إِلَى كُلِّ مُسْلِمٍ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا فَيَقُولُ هٰذَا فَكَاكُكَ مِنَ النَّارِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ