২৭০১

পরিচ্ছেদঃ ঘর কেমন হবে?

(২৭০১) সা’দ বিন আবী অক্কাস (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের গৃহের আঙ্গিনা (সম্মুখভাগকে) পরিচ্ছন্ন রাখ। কারণ, সবচেয়ে নোংরা আঙ্গিনা হল ইয়াহুদীদের আঙ্গিনা। (ত্বাবারানীর আওসাত্ব ৪০৫৭, সহীহুল জামে’ হা/ ৩৯৩৫)

অন্য এক বর্ণনায় আছে, তোমরা তোমাদের গৃহের আঙ্গিনা (সম্মুখভাগকে) পরিচ্ছন্ন রাখ। কারণ, ইয়াহুদীরা তাদের আঙ্গিনা পরিষ্কার রাখে না। (ত্বাবারানীর আওসাত্ব, সহীহুল জামে’ হা/ ৩৯৪১)

عَنْ سَعْدِ بْنِ أَبِـىْ وَقَّاصٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ طَـهِّـرُوا أفْـنِـيَتَـكُمْ فَإِنَّ الْـيَهُـودَ لَا تُـطَـهِّـرُ أَفْـنِـيَـتَـهَا وفي رواية طَـيِّـبُـوا سَاحاتِكُمْ فَإِنَّ أَنْـتَـنَ السَّاحَاتِ سَاحَاتُ الْـيَـهُـوْدِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ