কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১২২৬
পরিচ্ছেদঃ রুগ্ন ব্যক্তির জন্য ‘আমার যন্ত্রণা হচ্ছে’ অথবা ‘আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে’ কিংবা ‘আমার জ্বর হয়েছে’ কিংবা ‘হায়! আমার মাথা গেল’ ইত্যাদি বলা জায়েয; যদি তা আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশের জন্য না হয়
(১২২৬) কাসেম ইবনে মুহাম্মাদ (রহঃ) বলেন, একদা আয়েশা (রাঃ) বললেন, হায়! আমার মাথার ব্যথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং হায়! আমার মাথার ব্যথা! (অর্থাৎ, আমার মাথাতেও প্রচণ্ড ব্যথা হচ্ছে।)
(বুখারী ৭২১৭)
وَعَنِ القَاسِمِ بنِ مُحَمَّدٍ قَالَ : قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهُا : وَارَأسَاهُ فَقَالَ النَّبيُّ ﷺ بَلْ أنَا وَارَأسَاهُ وذكر الحديث رواه البخاري