কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১১৫৯
পরিচ্ছেদঃ তালবিয়্যাহর মাহাত্ম্য
(১১৫৯) আবূ বকর সিদ্দীক (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন, কোন হজ্জ সর্বশ্রেষ্ঠ?’ তিনি বললেন, উচ্চ কণ্ঠে তালবিয়্যাহ এবং কুরবানী বিশিষ্ট (হজ্জ)।
(তিরমিযী ৮২৭, দারেমী ১৭৯৭, হাকেম ১/৬২০)
عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنَّ النَّبِيَّ ﷺ سُئِلَ أَيُّ الْحَجِّ أَفْضَلُ؟ قَالَ الْعَجُّ وَالثَّجُّ