কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১০৫৬
পরিচ্ছেদঃ সেহরী খাওয়ার ফযীলত যদি ফজর উদয়ের আশংকা না থাকে, তাহলে তা বিলম্ব করে খাওয়া উত্তম
(১০৫৬) আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরী খাও। কেননা, সেহরীতে বরকত নিহিত আছে।
(বুখারী ১৯২৩, মুসলিম ২৬০৩, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ)
عَن أَنَسٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ تَسَحَّرُوا ؛ فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً متفقٌ عليه