কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৬৬০
পরিচ্ছেদঃ সূরা ফাতিহার শেষে ‘আমীন’ বলার মাহাত্ম্য
(৬৬০) সামুরাহ বিন জুনদুব (রাঃ) কর্তৃক বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম ’গাইরিল মাগযবূবি আলাইহিম অলায য-ল্লীন’ বললে তোমরা ’আমীন’ বল। তাহলে (সূরা ফাতিহায় উল্লিখিত দু’আ) আল্লাহ তোমাদের জন্য মঞ্জুর করে নেবেন।
(ত্বাবারানী ৬৭৪৮, সহীহ তারগীব ৫১৬, মুসলিম আবূ মূসা কর্তৃক ৯৩১)
عَن سَمُرَةَ بن جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا قَالَ الإِمَامُ: "غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلا الضَّالِّينَ فَقُولُوا: آمِينَ يُجِبْكُمُ اللهُ