৪৮২৫

পরিচ্ছেদঃ ১৬. গোল হয়ে বসা সম্পর্কে

৪৮২৫। জাবির ইবনু সামুরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসতাম, তখন আমাদের যে কোনো ব্যক্তি সভার প্রান্তের খালি জায়গায় বসতো।[1]

সহীহ।

بَابٌ فِي التَّحَلُّقِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْوَرَكَانِيُّ، وَهَنَّادٌ، أَنَّ شَرِيكًا، أَخْبَرَهُمْ عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: كُنَّا إِذَا أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، جَلَسَ أَحَدُنَا حَيْثُ يَنْتَهِي صحيح


Narrated Jabir ibn Samurah: When we came to the Prophet (ﷺ), each one would sit down where there was room.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ