কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪১৩৪
পরিচ্ছেদঃ ৪৩. পায়ে জুতা পরার নিয়ম
৪১৩৪। আনাস (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জুতার দু’টি তস্মা (ফিতা) ছিলো।[1]
সহীহ।
[1]. বুখারী, তিরমিযী, নাসায়ী, আহমাদ।
بَابٌ فِي الِانْتِعَالِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ نَعْلَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَهَا قِبَالَانِ صحيح
Narrated Anas:
The sandals of the Prophet (ﷺ) had two thongs.