কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৮৫৩
পরিচ্ছেদঃ ৪৩. মুহরিম ব্যক্তির পঙ্গপাল শিকার করা প্রসঙ্গে
১৮৫৩। আবূ হুরাইরাহ (রাযি.) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পঙ্গপাল হলো সামুদ্রিক শিকার।[1]
দুর্বলঃ যঈফ আল-জামি’উস সাগীর (২৬৪৭), মিশকাত (২৭০১), ইরওয়া (১০৩১)।
[1]. বায়হাক্বীর সুনানুল কুবরা। সনদের মায়মূনকে যদিও ইবনু হিব্বান এবং অজালী সিকাহ বলেছেন। কিন্তু তার সম্পর্কে ইমাম বায়হাক্বী বলেন: তিনি পরিচিত নন। আল্লামা মুনযিরী ও ইমাম আযদী বলেন: তার হাদীস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। উকায়লী বলেন: তার হাদীস সহীহ নয়। ইমাম যাহাবী তাকে যুআফা গ্রন্থে উল্লেখ করেছেন।
بَابٌ فِي الْجَرَادِ لِلْمُحْرِمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مَيْمُونِ بْنِ جَابَانَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الْجَرَادُ مِنْ صَيْدِ الْبَحْرِ ضعيف // ضعيف الجامع الصغير (٢٦٤٧)، المشكاة (٢٧٠١)، الإرواء (١٠٣١)
Abu Hurairah reported the Prophet (ﷺ) as saying “Locusts are counted along with what is caught in the sea (i.e., the game of the sea).”