১৪৭৯

পরিচ্ছেদঃ ৩৫৮. দু‘আ সম্পর্কে

১৪৭৯। নু’মান ইবনু বাশীর (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দু’আও একটি ’ইবাদাত। তোমাদের রব বলেছেনঃ ’’তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিবো’’ (সূরাহ আল-মু’মিন : ৬০)।[1]

সহীহ।

باب الدُّعَاءِ

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ ذَرٍّ، عَنْ يُسَيْعٍ الْحَضْرَمِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صلي الله عليه وسلم قَالَ ‏"‏ الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ ‏(‏ قَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ‏)‏ ‏"‏ ‏.‏ - صحيح


Narrated An-Nu'man ibn Bashir: The Prophet (ﷺ) said: Supplication (du'a') is itself the worship. (He then recited:) "And your Lord said: Call on Me, I will answer you" (xI.60).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ