কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৯৮৬
পরিচ্ছেদঃ ১৮৫. নীরবে তাশাহ্হুদ পাঠ
৯৮৬। ’আবদুল্লাহ ইবনু মাস’ঊদ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, তাশাহহুদ আস্তে পড়া সুন্নাত।[1]
সহীহ।
[1] তিরমিযী (অধ্যায় : সালাত, অনুঃ নীরবে তাশাহহুদ পড়বে, হাঃ ২৯১, ইউনূস ইবনু বুকাইর হতে..। ইমাম তিরমিযী বলেন, ইবনু মাসউদের হাদীসটি হাসান ও গরীব। ‘আলিমগণ এ হাদীস মোতাবেক ‘আমল করেন), হাদীসটি হাকিম বর্ণনা করেছেন (২৩০) ‘আবদুল ওয়াহিদ ইবনু যিয়াদ হতে তিনি হাসান ইবনু ‘উবাইদুল্লাহ হতে তিনি ‘আবদুর রহমান ইবনুল আসওয়াদ হতে। ইমাম হাকিম বলেন, বুখারী ও মুসলিমের শর্ত মোতাবেক সহীহ, তবে তাঁরা এটি বর্ণনা করেননি। ইমাম যাহাবী তার সাথে একমত পোষণ করেছেন।
باب إِخْفَاءِ التَّشَهُّدِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، حَدَّثَنَا يُونُسُ، - يَعْنِي ابْنَ بُكَيْرٍ - عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ مِنَ السُّنَّةِ أَنْ يُخْفَى التَّشَهُّدُ . - صحيح
Narrated Abdullah ibn Mas'ud:
It pertains to the sunnah to utter the tashahhud quietly.