কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৯৩৯
পরিচ্ছেদঃ ১৭৩. সালাতরত অবস্থায় হাততালি দেয়া
৯৩৯। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, (সালাত আদায়কালে ইমামের কোন ভুল পরিলক্ষিত হলে) পুরুষ (মুক্তাদীরা) সুবহানাল্লাহ বলবে আর নারী (মুক্তাদীরা) হাতের উপর হাত মেরে শব্দ করবে।[1]
সহীহ : বুখারী ও মুসলিম।
[1] বুখারী (অধ্যায় : সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ, অনুঃ সালাতে মহিলাদের হাত তালি দেয়া, হাঃ ১২০৩), মুসলিম (অধ্যায় : সালাত, অনুঃ সালাতরত অবস্থায় ইমামকে সতর্ক করতে হলে পুরুষ মুক্তাদীরা সুবহানাল্লাহ বলবে এবং মহিলা মুক্তাদীরা হাত তালি দিবে) উভয়ে সুফয়ান হতে।
باب التَّصْفِيقِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " التَّسْبِيحُ لِلرِّجَالِ وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ " . - صحيح : ق
Abu Hurairah reported the Messenger of Allah (ﷺ) as saying; Glorifying Allah applies to men and clapping applies only to women.