কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৭০৯
পরিচ্ছেদঃ ১১১. ইমামের সুতরাহ মুক্তাদীর জন্য যথেষ্ট
৭০৯। ইবনু ’আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত আদায়কালে একটি ছাগলছানা তাঁর সামনে দিয়ে অতিক্রম করতে চাইলে তিনি সেটিকে বাধা দিলেন।[1]
সহীহ।
[1] আহমাদ (১/২৯১, হাঃ ২৬৫৩, ৩১৭৪) শু‘বাহ সূত্রে। এর সনদ মুনকাতি। ইয়াহইয়াহ ইবনু জাযযার হাদীসটি ইবনু ‘আব্বাস থেকে শুনেননি, অনুরূপ বলেছেন ইবনু হাজার ‘আত-তাহযীব’ গ্রন্থে (১১/১৬৮)। কিন্তু হাদীসটির শাহিদ বর্ণনা রয়েছে, ‘আব্দুল্লাহ ইবনু ‘আমর সূত্রে। যা এর উপর অগ্রগণ্য।
باب سُتْرَةُ الإِمَامِ سُتْرَةُ مَنْ خَلْفَهُ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَحَفْصُ بْنُ عُمَرَ، قَالَا حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم كَانَ يُصَلِّي فَذَهَبَ جَدْىٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَجَعَلَ يَتَّقِيهِ . - صحيح
Ibn ‘Abbas said:
The Prophet (ﷺ) was (once) praying. A kid went passing in front of him and he kept on stopping it.