১৪৪

পরিচ্ছেদঃ ৫৫. নাক পরিস্কার করা

১৪৪। আবূ ’আসিম সূত্রে বর্ণিত। তিনি বলেন, ইবনু জুরাইজ এই হাদীস বর্ণনা করেছেন। তাতে রয়েছে, তুমি অযু করার সময় কুলি করবে।[1]

সহীহ।

باب فِي الاِسْتِنْثَارِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، بِهَذَا الْحَدِيثِ قَالَ فِيهِ ‏"‏ إِذَا تَوَضَّأْتَ فَمَضْمِضْ ‏"‏ ‏.‏ - صحيح


The version of Ibn Juraij has the working: “If you perform ablution, then rinse your mouth.”


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ