কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৯৮
পরিচ্ছেদঃ ৪৭. তামার পাত্রে অযু করা
৯৮। হিশাম ইবনু ’উরওয়াহ সূত্রে বর্ণিত। ’আয়িশাহ্ (রাঃ) বলেছেন, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্র নির্মিত পাত্রের (পানি দিয়ে) গোসল করতাম।[1]
সহীহ।
[1] হাকিম (১/১৬৯)। ইমাম হাকিম ও যাহাবী ও এতে নীরব থেকেছেন।
باب الْوُضُوءِ فِي آنِيَةِ الصُّفْرِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنِي صَاحِبٌ لِي، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي تَوْرٍ مِنْ شَبَهٍ . - صحيح
Narrated Aisha, Ummul Mu'minin:
I and the Messenger of Allah (ﷺ) used to take bath with a brass vessel.