কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
        
             
      লগইন করুন
                              ১২৮৪                 
            
              
              
             
            
          পরিচ্ছেদঃ ৩৫. তৃতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৮৪-[৩১] উম্মুল মু’মিনীন উম্মু সালামাহ্ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের পরে দু’ রাক্’আত (সালাত (সালাত/নামায/নামাজ)) আদায় করতেন। (তিরমিযী; কিন্তু ইবনু মাজাহ আরো বলেছেন, সংক্ষেপে ও বসে বসে।)[1]
 [1] সহীহ : আত্ তিরমিযী ৪৭১, ইবনু মাজাহ্ ১১৯৫, সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৪৮২২।
                                             
                                          
                  وَعَنْ أُمُّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يُصَلِّي بَعْدَ الْوِتْرِ رَكْعَتَيْنِ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَزَادَ ابْنُ مَاجَه: خفيفتين وَهُوَ جَالس
ব্যাখ্যা: নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় বিতরের পর দু’ রাক্‘আত আদায় করতেন। এ বিষয়ে বর্ণনা সামনে আসবে।