কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
        
             
      লগইন করুন
                              ১২৩৩                 
            
              
              
             
            
          পরিচ্ছেদঃ ৩৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩৩-[১৫] ইমাম তিরমিযীও এ ধরনের বর্ণনা ’আলী (রাঃ) হতে নকল করেছেন। কিন্তু এদের সূত্রে ’কোমল কথা বলে’-এর স্থানে ’মধুর কথা বলে’ উদ্ধৃত হয়েছে। উভয় বাক্যের অর্থ একই।[1]
 [1] হাসান : আত্ ১৯৮৪, ২৫২৭, আহমাদ ১৩৩৮, মুসনাদ আল বাযযার ৭০২, ইবনু খুযায়মাহ্ ২১৩৬।
                                             
                                          
                  وَرَوَى التِّرْمِذِيُّ عَنْ عَلِيٍّ نَحْوَهُ وَفِي رِوَايَتِهِ: «لمن أطاب الْكَلَام»
ব্যাখ্যা: এ হাদীসের ভাষা এবং ব্যাখ্যা পূর্বের হাদীসের ন্যায়।