৮৪২

পরিচ্ছেদঃ ১২. প্রথম অনুচ্ছেদ - সালাতে ক্বিরাআতের বর্ণনা

৮৪২-[২১] আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের (ফজরের) দুই রাক্’আত সালাতে ’’কুল ইয়া- আইয়্যুহাল কা-ফিরূন’’’’কুল হুওয়াল্ল-হু আহাদ’’ তিলাওয়াত করেছেন। (মুসলিম)[1]

بَابُ الْقِرَاءَةِ فِى الصَّلَاةِ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي رَكْعَتَيِ الْفَجْرِ: (قُلْ يَا أَيهَا الْكَافِرُونَ) و (قل هُوَ الله أحد) رَوَاهُ مُسلم

ব্যাখ্যা: আলোচ্য হাদীসে ফাজরের (ফজরের) দু’ রাক্‘আত দ্বারা উদ্দেশ্য হলো ফাজরের (ফজরের) দু’ রাক্‘আত সুন্নাত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজরের (ফজরের) সুন্নাত সালাতে প্রায়ই ছোট ছোট সূরাহ্ পড়তেন।


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ