৩৭২৬

পরিচ্ছেদঃ ৭. কোন জন্তুর ওলান ফুলিয়ে বিক্রির হুকুম

৩৭২৬-২৭/...) ইবনু আবূ উমার (রহঃ) উপরে উল্লিখিত হাদীসটি ’আবদুল ওয়াহব থেকে উপরোক্ত সূত্রে বর্ণনা করেন। অবশ্য ’আবদুল ওয়াহবের বর্ণনায়شَاة এর জায়গায়غَنَم আছে। (ইসলামিক ফাউন্ডেশন ৩৬৯২ ইসলামিক সেন্টার ৩৬৯২)

باب حُكْمِ بَيْعِ الْمُصَرَّاةِ ‏‏

وَحَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ "‏ مَنِ اشْتَرَى مِنَ الْغَنَمِ فَهُوَ بِالْخِيَارِ ‏"‏ ‏.‏


Ayyub narrated with the same chain of transmitters but with this change of words: " He who buys a goat has the option...."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ