৩৭৩৬

পরিচ্ছেদঃ ২৭/৩৩. নবী ﷺ -এর নাম ও তাঁর উপনাম একত্র করা

২/৩৭৩৬। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার উপনামে নাম রেখো না।

بَاب الْجَمْعِ بَيْنَ اسْمِ النَّبِيِّ ﷺ وَكُنْيَتِهِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي ‏"‏ ‏.‏


It was narrated from Jabir that the Messenger of Allah(ﷺ) said: "Call yourselves by my name but do not call yourselves by my Kunyah."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ