৩৬৯৭

পরিচ্ছেদঃ ২৭/১৩. যিম্মীদের সালামের উত্তর দেয়া

১/৩৬৯৭। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আহলে কিতাবের কেউ তোমাদের সালাম দিলে তোমরা বলবে, ওয়া আলাইকুম (তোমাদের প্রতিও)।

بَاب رَدِّ السَّلَامِ عَلَى أَهْلِ الذِّمَّةِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَحَدٌ مِنْ أَهْلِ الْكِتَابِ فَقُولُوا وَعَلَيْكُمْ ‏"‏ ‏.‏


It was narrated that Anas bin Malik said "the Messenger of Allah(ﷺ) said": "When any of the People of the Book greets you with Salam (peace), then say, Wa 'alaikum(and also upon you)."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ