৩৭৫৮

পরিচ্ছেদঃ ২৮. সাঈদ ইবনু যাইদ ইবনু আমর ইবনু নুফাইল ও আবূ ‘উবাইদাহ (রাযিঃ)-এর মর্যাদা

৩৭৫৮। আবদুল্লাহ ইবনু শাকীক (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আয়িশাহ (রাযিঃ)-কে প্রশ্ন করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীদের মাঝে কে তার সবচাইতে বেশি প্রিয় ছিলেন। তিনি বললেন, আবূ বকর (রাযিঃ)। আমি পুনরায় প্রশ্ন করলাম, তারপর কে? তিনি বললেন, উমার (রাযিঃ)। আমি আবারও প্রশ্ন করলাম, তারপর কে? তিনি বললেন, তারপর আবূ উবাইদাহ ইবনুল জাররাহ (রাযিঃ)। আমি পুনরায় প্রশ্ন করলাম, তারপর কে? এবার তিনি নিশ্চুপ রইলেন।

সহীহঃ ইবনু মাজাহ (১০২)।

-