২৭৬৫

পরিচ্ছেদঃ চিত হয়ে শুয়ে এক পায়ের উপর আরেক পা রাখা।

২৭৬৫. সাঈদ ইবন আবদুর রহমান মাখযূমী (রহঃ) ..... আব্বাদ ইবন তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবন যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এক পায়ের উপর আরেক পা তুলে মসজিদে চিত হয়ে শুয়ে থাকতে দেখেছেন।

সহীহ, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬৫ [আল মাদানী প্রকাশনী]

হাদীসটি হাসান-সহীহ। আব্বাস ইবন তামীম (রহঃ)-এর পিতৃব্য হলেন আবদুল্লাহ্ ইবন যায়দ ইবন আসিম আল-মাযিনী রাদিয়াল্লাহু আনহু।

بَابُ مَا جَاءَ فِي وَضْعِ إِحْدَى الرِّجْلَيْنِ عَلَى الأُخْرَى مُسْتَلْقِيًا

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عن عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم مُسْتَلْقِيًا فِي الْمَسْجِدِ وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَعَمُّ عَبَّادِ بْنِ تَمِيمٍ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَاصِمٍ الْمَازِنِيُّ ‏.‏


Narrated 'Abbad bin Tamim: from his paternal uncle, that he saw the Prophet (ﷺ) reclining in the Masjid, and placing one of his feet atop another.