২৩৩৯

পরিচ্ছেদঃ সম্পদ নিয়েই হল এই উম্মতের ফিতনা।

২৩৩৯. আহমাদ ইবন মানী’ (রহঃ) ...... কা’ব ইবন ইয়ায রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি প্রত্যেক উম্মতের একটি ফিতনা রয়েছে। আমার উম্মতের ফিতনা হল ধন-সম্পদ। সহীহ, সহিহাহ ৫৯৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩৬ [আল মাদানী প্রকাশনী]

হাদীসটি হাসান-সহীহ-গারীব। মুআবিয়া ইবন সালিহ (রহঃ)-এর রিওয়ায়াত হিসাবেই এটিকে আমরা জানি।

باب مَا جَاءَ أَنَّ فِتْنَةَ هَذِهِ الأُمَّةِ فِي الْمَالِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ سَوَّارٍ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرِ بْنِ نُفَيْرِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ كَعْبِ بْنِ عِيَاضٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّ لِكُلِّ أُمَّةٍ فِتْنَةً وَفِتْنَةُ أُمَّتِي الْمَالُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏.‏


Ka'b bin 'Iyad narrated that the Prophet (s.a.w) said: "Indeed there is a fitnah for every Ummah, and the Fitnah for my Ummah is wealth."