কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪৮২৬
পরিচ্ছেদঃ ৫১. লা'নত বা অভিসম্পাত সম্পর্কে।
৪৮২৬. মুসলিম ইবন ইব্রাহীম (রহঃ) ..... সামুরা ইবন জুনদুব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আল্লাহ্র সাথে, আল্লাহ্র গযব ও জাহান্নামের সাথে লা’নত করবে না। (অর্থাৎ এরূপ বলবে না তোমার উপর আল্লাহ্র লা’নত ও গযব নাযিল হোক।)
باب فِي اللَّعْنِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَلاَعَنُوا بِلَعْنَةِ اللَّهِ وَلاَ بِغَضَبِ اللَّهِ وَلاَ بِالنَّارِ " .
Narrated Samurah ibn Jundub:
The Prophet (ﷺ) said: Do not invoke Allah's curse, Allah's anger, or Hell.