৩৯৫৮

পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।

৩৯৫৮. যায়দ ইবন আখরাম (রহঃ) .... মুহাম্মদ ইবন হাযিম (রহঃ) বর্ণিত। তিনি বলেনঃ একদা আ’মাশ (রহঃ) এর সামনেجِبْرَائِلَও وَمِيكَائِلَ এর কিরাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি সা’আদ তায়ী, আতিয়া আওফী, আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংগাধারী ফেরেশতার বর্ণনা প্রসঙ্গে বলেন যে, তার ডান দিকে জিবরাঈল ও বামদিকে মিকাইল (আঃ) অবস্থান করেন।

حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ عُمَرَ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، قَالَ ذُكِرَ كَيْفَ قِرَاءَةُ جِبْرَائِلَ وَمِيكَائِلَ عِنْدَ الأَعْمَشِ فَحَدَّثَنَا الأَعْمَشُ عَنْ سَعْدٍ الطَّائِيِّ عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَاحِبَ الصُّورِ فَقَالَ ‏ "‏ عَنْ يَمِينِهِ جِبْرَائِلُ وَعَنْ يَسَارِهِ مِيكَائِلُ ‏"‏ ‏.‏


Narrated AbuSa'id al-Khudri: The Messenger of Allah (ﷺ) mentioned the name of the one who will sound the trumpet (sahib as-sur) and said: On his right will be Jibra'il and on his left will be Mika'il.