৩৩৭৬

পরিচ্ছেদঃ ৩২৯. গাছের ফল বণ্টন সম্পর্কে।

৩৩৭৬. আলী ইবন সাহল (রহঃ) ...... জা’ফর ইবন বুরকান (রাঃ) থেকে উপরোক্ত সনদে এরূপ বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবন রাওয়াহা (রাঃ) বলেনঃ এরপর তারা নিজেরাই খেজুরের পরিমাণ নির্ধারণ করতে থাকে। রাবী আরো বলেনঃ ’সাফরা’ ও ’বায়যা’ শব্দের অর্থ হলোঃ সোনা ও রূপা, যার মালিক হবেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

باب فِي الْمُسَاقَاةِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَبِي الزَّرْقَاءِ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ قَالَ فَحَزَرَ وَقَالَ عِنْدَ قَوْلِهِ وَكُلَّ صَفْرَاءَ وَبَيْضَاءَ يَعْنِي الذَّهَبَ وَالْفِضَّةَ لَهُ ‏.‏


The tradition mentioned above has also been narrated by Ja'far b. Burqan through his chain and to the same effect. This version has: He said: He assessed, and after the words of kull safara' wa baida', he said: that is, gold and silver will belong to him.