৩১৮৪

পরিচ্ছেদঃ ২৩৮. জানাযার নামাযে যা পড়তে হবে।

৩১৮৪. মুহাম্মদ ইবন কাসির (রহঃ) .... আবদুল্লাহ ইবন আওফ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন আমি ইবন আব্বাস (রাঃ) এর সঙ্গে জনৈক ব্যক্তির জানাযার নামায আদায় করি। সে সময় তিনি সূরা ফাতিহা পাঠ করেন এবং বললেন এটি সুন্নাত।

باب مَا يُقْرَأُ عَلَى الْجَنَازَةِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ صَلَّيْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ فَقَالَ إِنَّهَا مِنَ السُّنَّةِ ‏.‏


Narrated Talhah b. 'Abd Allah b. 'Awf: I prayed over a dead person along with Ibn 'Abbas. He recited Surat al-Fatihah and he said: This is the Sunnah.