কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৮৫
পরিচ্ছেদঃ ৪/৪৯. সালাত আদায়কারীর সুতার কাছাকাছি দাঁড়ানো
২৮৫. সাহল ইবনু সা’দ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেনঃ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাতের স্থান ও দেয়ালের মাঝখানে একটা বকরী চলার মত ব্যবধান ছিল।
সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ৯১, হাঃ ৪৯৬; মুসলিম, পূর্ব ৪ : সালাত, অধ্যায় ৪৯, হাঃ ৫০৮
دنو المصلي من السترة
حَدِيْثُ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ