কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৪৬
পরিচ্ছেদঃ ৪/২৪. সালাত সুন্দরভাবে পূর্ণভাবে আদায় করার এবং সালাতে বিনয়ী হওয়ার নির্দেশ
২৪৬. আনাস ইবনু মালিক (রাযি.) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা রকূ’ ও সিজদাগুলো যথাযথভাবে আদায় করবে। আল্লাহর শপথ! আমি আমার পিছনে হতে বা রাবী বলেন, আমার পিঠের পিছন হতে তোমাদের দেখতে পাই, যখন তোমরা রুকূ’ ও সিজদা্ কর।
সহীহুল বুখারী, পৰ্ব ১০আযান, অধ্যায় ৮৮, হাঃ ৭৪২; মুসলি, পৰ্ব ৪ : সালাত, অধ্যায় ২৪, হাঃ ৪২৫
الأمر بتحسين الصلاة وإِتمامها والخشوع فيها
حَدِيْثُ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَقِيمُوا الرُّكُوعَ وَالسُّجُودَ