৫৭১০

পরিচ্ছেদঃ ৭৬/২১. রোগীর মুখে ঔষধ ঢেলে দেয়া।

৫৭০৯-৫৭১০-৫৭১১. ইবনু ’আব্বাস ও ’আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত যে, আবূ বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃতদেহে চুমু দিয়েছেন। [১২৪১, ১২৪২, ৪৪৫৬] (আধুনিক প্রকাশনী- ৫২৯৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৯০)

بَاب اللَّدُودِ

عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا يَحْيٰى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنِي مُوسٰى بْنُ أَبِي عَائِشَةَ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ عَنْ ابْنِ عَبَّاسٍ وَعَائِشَةَ أَنَّ أَبَا بَكْرٍ قَبَّلَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ مَيِّتٌ.


Narrated Ibn `Abbas and `Aisha: Abu Bakr kissed (the forehead of) the Prophet (ﷺ) when he was dead.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ