১৩৮৫

পরিচ্ছেদঃ ২৪১: ইলমের ফযীলত

২/১৩৮৫। ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেবল দু’জন ব্যক্তি ঈর্ষার পাত্র। সেই ব্যক্তি যাকে আল্লাহ ধন-সম্পদ দান করেছেন এবং তাকে তা সৎপথে ব্যয় করার শক্তিও দিয়েছেন। আর সেই লোক যাকে আল্লাহ জ্ঞান-বুদ্ধি দান করেছেন, যার বদৌলতে সে বিচার-ফায়সালা করে থাকে ও তা অপরকে শিক্ষা দেয়।” (বুখারী ও মুসলিম) [1]

এখানে ঈর্ষা বলতে, অপরের ধন ও জ্ঞান দেখে মনে মনে তা পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করা। সেই সাথে এই কামনা থাকে না যে, অপরের ধ্বংস হয়ে যাক।

(241) بابُ فَضْلِ الْعِلْمِ

وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : «لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللهُ مَالاً، فَسَلَّطَهُ عَلَى هَلَكَتِهِ فِي الحَقِّ، وَرَجُلٌ آتَاهُ اللهُ الحِكْمَةَ، فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا». متفقٌ عَلَيْهِ

(241) Chapter: Virtues of Knowledge which is Learnt and Taught for the sake of Allah


Ibn Mas'ud (May Allah be pleased with him) reported: The Prophet (ﷺ) said, "Envy is permitted only in two cases: A man whom Allah gives wealth, and he disposes of it rightfully, and a man to whom Allah gives knowledge which he applies and teaches it." [Al- Bukhari and Muslim]. Commentary: According to Imam An-Nawawi's explanation, the word Hasad (jealousy) is used in the sense of Ghibtah i.e., envy. In Islam, jealousy is forbidden and is held unlawful. The reason being that one who is jealous wants that the person, who possesses the quality of which he is jealous, be deprived of that quality. Envy is permissible for the reason that when one seems that a person has been graced by Allah with certain gifts and qualities, he also desires to be blessed with those gifts. In the latter case, he does not grumble and grieve but eagerly prays to Allah for those gifts. `Knowledge' here stands for the knowledge of the Qur'an and Hadith because this knowledge alone is beneficial for man, and it is through this knowledge that correct judgements can be made among the people. This Hadith has an inducement for acquiring useful knowledge along with wealth to spend in the ways ordained by Allah.