লগইন করুন
পরিচ্ছেদঃ ২০৬: চাশতের নামাযের ফযীলত এর ন্যূনতম অধিকতম ও মধ্যম রাকআত সংখ্যার উল্লেখ তথা অব্যাহত-ভাবে এটি পড়ার প্রতি উৎসাহ দান
৩/১১৪৮। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ’রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশতের চার রাকআত নামায পড়তেন এবং আল্লাহ যতটা চাইতেন সেই মত তিনি আরও বেশী পড়তেন।’ (মুসলিম) [1]
(206) بَابُ فَضْلِ صَلَاةِ الضُّحٰىوَبَيَانِ أَقَلِّهَا وَأَكْثَرِهَا وَأَوْسَطِهَا، وَالْحَثُّ عَلَى الْمُحَافَظَةِ عَلَيْهَا
وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يُصَلِّي الضُّحَى أَرْبَعاً، وَيَزِيدُ مَا شَاءَ الله . رواه مسلم
(206) Chapter: Merit of the (Optional) Duha (Forenoon) Prayer
'Aishah (May Allah be pleased with her) reported:
The Messenger of Allah (ﷺ) used to perform four Rak'ah of Duha prayer (at the forenoon) and would add to them whatever Allah wished.
[Muslim].
Commentary: We learn from this Hadith that the Prophet (PBUH) used to perform usually four Rak`ah in Duha prayers but sometimes he also performed more. In some of the Ahadith, their number varies from two to eight. One is therefore free to perform two, four or eight Rak`ah according to his convenience.