১১৩৩

পরিচ্ছেদঃ ২০৩: জুমুআর সুন্নত

بَابُ سُنَّةِ الْعِشَاءِ بَعْدَهَا وَقَبْلَهَا

পরিচ্ছেদ - ২০২: এশার আগে ও পরের সুন্নতসমূহের বিবরণ

এ বিষয়ে বিগত ইবনে উমরের (১১০৫ নং) হাদিস, ’আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে এশার পর দু’ রাকআত সুন্নত পড়েছি’ এবং আব্দুল্লাহ ইবনে মুগাফফাল কর্তৃক বর্ণিত (১১০৬নং) হাদিস, ’প্রত্যেক দুই আযানের মধ্যবর্তী সময়ে নামায আছে।’ উল্লিখিত হয়েছে।


ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু-এর পূর্বোক্ত (১১০৫নং) হাদিস গত হয়েছে। তাতে উল্লিখিত হয়েছে যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জুমুআর পর দু’ রাকআত সুন্নত পড়েছেন। (বুখারী ও মুসলিম)


১/১১৩৩। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি জুমার নামায আদায় করবে, তখন সে যেন তারপর চার রাকআত (সুন্নত) পড়ে।” (মুসলিম) [1]

(203) بَابُ سُنَّةِ الْجُمُعَةِ

فيهِ حديثُ ابنِ عُمَرَ السَّابقُ : صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم رَآعَتَينِ بَعْدَ العِشَاءِ ، وحديثُ عبدِ اللَّهِبنِ مُغَفَّل : » بَيْنَ آلِّ أَذَانيْنِ صَلاةٌ « متفقٌ عليه . آما سبَقَ . فِيهِ حديثُ ابنِ عُمرَ السَّابِقُ أَنَّهُ صلَّى مَعَ النَّبِيِّ صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم رَآعَتَيْنِ بَعْدَ الجُمُعَةِ . متفقٌ عليه . وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «إِذَا صَلَّى أَحَدُكُم الجُمُعَةَ، فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبعاً». رواه مسلم

(203) Chapter: Sunnah of Friday Prayer


[Ibn `Umar (May Allah be pleased with them) has narrated that he performed two Rak`ah after the Fard prayer of `Isha' with the Prophet (PBUH). `Abdullah bin Maghaffal has narrated that the Messenger of Allah (PBUH) has said, "There is a Salat between every Takbir and Adhan.'' This proves that apart from the four Rak`ah Fard, there are also two Rak`ah Sunnah of the `Isha' prayer). See Ahadith No. 1098 and 1099. --- `Abdullah bin `Umar (May Allah be pleased with them) reported: I performed along with the Prophet (PBUH) two Rak`ah (Sunnah prayer) after the Jumu'ah prayer. [Al-Bukhari and Muslim]. --- Abu Hurairah (May Allah be pleased with him)reported: The Messenger of Allah (ﷺ) said, "If anyone of you performs the Friday prayer, he should perform four Rak'ah (Sunnah) after it." [Muslim].