২০৪

পরিচ্ছেদঃ ৪/৪৮. মোজার উপর মাসেহ করা।

২০৪. উমাইয়াহ যামরী (রাযি.) হতে বর্ণিত। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে উভয় মোজার উপর মাসেহ করতে দেখেছেন। হার্ব ও আবান (রহ.) ইয়াহ্ইয়া (রহ.) হতে অনুরূপ বর্ণনা করেছেন। (২০৫ দ্রষ্টব্য) (আধুনিক প্রকাশনীঃ ১৯৮, ইসলামিক ফাউন্ডেশনঃ ২০৪)

بَاب الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ‏.‏ وَتَابَعَهُ حَرْبُ بْنُ شَدَّادٍ وَأَبَانُ عَنْ يَحْيَى‏.‏


Narrated Ja`far bin `Amr bin Umaiya Ad-Damri: My father said, "I saw the Prophet (sallallahu ‘alaihi wa sallam) passing wet hands over his Khuffs (socks made from thick fabric or leather)."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উমাইয়াহ যামরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ