১৮৭৩

পরিচ্ছেদঃ মাটির কলসের নাবীয।

১৮৭৩। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... তাউস (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, জনৈক ব্যক্তি ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এসে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবুজ কলসের নবীয পান করতে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। তাউস (রহঃ) বলেন, আল্লাহর কসম, আমি ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু-এর কাছ থেকে এই কথা শুনেছি। সহীহ, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৬৭ [আল মাদানী প্রকাশনী]

এই বিষয়ে ইবনু আবী আওফা, আবূ সাঈদ, সওয়ায়দ, ইবনু যুবায়র ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হা্দীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।

باب مَا جَاءَ فِي نَبِيذِ الْجَرِّ ‏

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، قَالاَ أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ طَاوُسٍ، أَنَّ رَجُلاً، أَتَى ابْنَ عُمَرَ فَقَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَبِيذِ الْجَرِّ فَقَالَ نَعَمْ ‏.‏ فَقَالَ طَاوُسٌ وَاللَّهِ إِنِّي سَمِعْتُهُ مِنْهُ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ أَبِي أَوْفَى وَأَبِي سَعِيدٍ وَسُوَيْدٍ وَعَائِشَةَ وَابْنِ الزُّبَيْرِ وَابْنِ عَبَّاسٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏


Narrated Sulaiman At-Taimi: From Tawus, that a man came to Ibn 'Umar and said: "Did the Messenger of Allah (ﷺ) prohibit Nabidh prepared in eartherware vessels?" He said: "Yes" So Tawus said: "I heard that from him, by Allah." He said: There are narrations on this topic from Ibn Abu Awfa, Abu Sa'eed, Suwaid, 'Aishah, Ibn Az-Zubair, and Ibn 'Abbas. [Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ তাঊস (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ