কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৭৩৯
পরিচ্ছেদঃ ৪৪/ খেজুর পাতায় নির্মিত চাটাই এর উপর নামায পড়া।
৭৩৯। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... মায়মুনা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুমরার* ওপর সালাত আদায় করতেন।
*খুমরা- খেজুর পাতার তৈরি ছোট্ট চাটাই বিশেষ যার উপর শুধু সেজদা দেয়া যায়।
---
সহিহ, ইবনু মাজাহ হাঃ ১০২৮, বুখারি হাঃ ৩৮১, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ১৩৮৯
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، - يَعْنِي الشَّيْبَانِيَّ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي عَلَى الْخُمْرَةِ .
It was narrated from Maimunah that the Messenger of Allah (ﷺ) used to pray on a mat.