কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৮৯
পরিচ্ছেদঃ ১৪৩. থুথু বা শ্লেস্মা কাপড়ে লাগলে।
৩৮৯. মূসা ইবনু ইসমাঈল হাম্মাদ থেকে ছাবিত আল-বানানীর সূত্রে, তিনি আবূ নাদরা (রাঃ) এর সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড়ে থুথু বা শ্লেষ্মা লাগলে তিনি তার একাংশ অপর অংশের সাথে ঘর্যণ করেন।
باب الْبُصَاقِ يُصِيبُ الثَّوْبَ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ بَزَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ثَوْبِهِ وَحَكَّ بَعْضَهُ بِبَعْضٍ .
Narrated Abu Nadrah:
The Messenger of Allah (ﷺ) spat on his clothe and scrubbed with a part of it.