২৯৯

পরিচ্ছেদঃ ১১৩. ইস্তেহাযাগ্রস্ত মহিলাদের হায়েযান্তে পবিত্রতা (গোসল) অর্জন সম্পর্কে।

২৯৯. আহমাদ ইবনু সিনান .... আয়িশা (রাঃ) হতে মহিলাদের গোসল সম্পর্কে বর্ণিত আছে। অর্থাৎ হায়েযের পর পবিত্রতা অর্জনের জন্য একবারমাত্র গোসল করা ওয়াজিব। অতঃপর পুনঃ হায়েযকালীন সময় আগমনের পূর্ব পর্যন্ত প্রত্যেক নামাযের পূর্বে উযূ (ওজু/অজু/অযু) করবে।

باب مَنْ قَالَ تَغْتَسِلُ مَنْ طُهْرٍ إِلَى طُهْرٍ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ الْقَطَّانُ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ أَيُّوبَ بْنِ أَبِي مِسْكِينٍ، عَنِ الْحَجَّاجِ، عَنْ أُمِّ كُلْثُومٍ، عَنْ عَائِشَةَ، فِي الْمُسْتَحَاضَةِ تَغْتَسِلُ - تَعْنِي مَرَّةً وَاحِدَةً - ثُمَّ تَوَضَّأُ إِلَى أَيَّامِ أَقْرَائِهَا ‏.‏ حكم : صحيح (الألباني


'Aishah said about the woman who has a prolonged flow of blood: She should take bath, i.e. only once; then she should perform ablution until he next menstrual period. Grade : Sahih (Al-Albani)