২৫৮০

পরিচ্ছেদঃ ২৭. সিয়ামের ফযীলত

২৫৮০। ইসহাক ইবনু উমর ইবনু সুলায়ত হুযালী (রহঃ) ... সিনানের পিতা যিবার ইবনু মুররা (রহঃ) এর সুত্রে এ সনদে অনুরূপ হাদীস বর্ণিত আছে। তবে এ হাদীসে আছে, "যখন সে আল্লাহর সাথে সাক্ষাত করবে, তখন আল্লাহ তাকে প্রাতদান দিবেন; এতে সে আনন্দিত হবে।"

باب فَضْلِ الصِّيَامِ ‏

وَحَدَّثَنِيهِ إِسْحَاقُ بْنُ عُمَرَ بْنِ سَلِيطٍ الْهُذَلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُسْلِمٍ - حَدَّثَنَا ضِرَارُ بْنُ مُرَّةَ، - وَهُوَ أَبُو سِنَانٍ - بِهَذَا الإِسْنَادِ قَالَ وَقَالَ ‏ "‏ إِذَا لَقِيَ اللَّهَ فَجَزَاهُ فَرِحَ ‏"‏ ‏.‏


A hadith like this is narrated on the authority of Abu Sinan with the same chain of transmitters (and the words are): " As he meets Allah, He rewards him, and he is happy."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ