লগইন করুন
পরিচ্ছেদঃ ৪. মাস ঊনত্রিশ দিনেও হয়
২৩৯৭। কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ) ... সা’দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাস এরূপ, এরূপ ও এরুপ-দশ, দশ ও নয় দিন।
باب الشَّهْرُ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ
وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، - رضى الله عنه - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا " . عَشْرًا وَعَشْرًا وَتِسْعًا مَرَّةً .
Muhammad b. Sa'd reported on the authority of his father (Sa'd b. Abi Waqqas (Allah be pleased with him) that the Messenger of Allah (ﷺ) had said:
Tho month is thus and thus, and thus, i. e. ten, ten and nine.