৬৭৩

পরিচ্ছেদঃ ২/৩. যোহরের সালাতের ওয়াক্ত।

১/৬৭৩। জাবির ইবনু সামুরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (পশ্চিমাকাশে) সূর্য ঢলে পড়ার পর যোহরের সালাত আদায় করতেন।

بَاب وَقْتِ صَلَاةِ الظُّهْرِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُصَلِّي الظُّهْرَ إِذَا دَحَضَتِ الشَّمْسُ ‏.‏


It was narrated from Jabir bin Samurah that: The Prophet used to pray Zuhr when the sun had passed its zenith.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ