লগইন করুন
পরিচ্ছেদঃ ৩৭. ফজর ও আসরের সালাতের ফযীলত ও এ দু’ সালাতের প্রতি যত্নবান হওয়া
১৩০৮। মুহাস্মদ ইবনু রাফি (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনফেরেশতারা তোমাদের মধ্যে পালাক্রমে আসতে থাকেন। এরপর আবূয যিনাদ (রহঃ)-এর হাদীসের অনুরুপ বর্ণনা করেছেন।
باب فَضْلِ صَلاَتَىِ الصُّبْحِ وَالْعَصْرِ وَالْمُحَافَظَةِ عَلَيْهِمَا
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " وَالْمَلاَئِكَةُ يَتَعَاقَبُونَ فِيكُمْ " . بِمِثْلِ حَدِيثِ أَبِي الزِّنَادِ .
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:
Angels take turns among you by night and by day, and the rest of the hadith is the same.