হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১২৩৮
পরিচ্ছেদঃ (১০) পানির বিবরণ
১২৩৮. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পানি, তাকে (পানিকে) কোন কিছুই নাপাক করতে পারেনা।”[1]
[1] মুসনাদ আবূ ইয়ালা: ২৪১১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৪৩; আবূ দাঊদ: ৬৮; তাবারানী, আল কাবীর: ১৭১৬; তিরমিযী: ৬৫; ইবনু মাজাহ: ৩৭০; সুনান বাইহাকী: ১/১৮৯; দারেমী: ১/১৮৭; হাকিম: ১/১৫৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৯১।
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪, ২৫।)
10 - باب المياه
1238 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ الْقُطَيْعِيُّ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (الْمَاءُ لا يُنَجِّسُهُ شيء) الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 1238 | خلاصة حكم المحدث: صحيح.