হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৫৫৬

পরিচ্ছেদঃ আস্সালাতু জামিআহ বলে সূর্যগ্রহণের নামাযের ঘোষণা দেয়া

৫৫৬) আব্দুল্লাহ বিন আমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যামানায় যখন সূর্যগ্রহণ হল তখন এ মর্মে ঘোষণা দেয়া হল যে, আস্সালাতু জামিআতুন্।


টিকাঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুগে জামাআতের সাথে সূর্যগ্রহণের নামাযের ঘোষণা দেয়া হত। মদীনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে একদিন আমি মসজিদে নববীতে অবস্থান করছিলাম। তখন সূর্যগ্রহণ লাগলে মসজিদের মুআযযিনের কণ্ঠে الصلاة جامعة বাক্যটি উচ্চারণ করতে শুনেছি। আলহামদু লিল্লাহ। এখনও মদীনাতে সুন্নাতী আমলগুলো বিদ্যমান রয়েছে।

باب النِّدَاءِ بِالصَّلاَةُ جَامِعَةٌ فِي الْكُسُوفِ

৫৫৬ـ عَنْ عَبْدِاللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّه عَنْهُمَا قَالَ: لَمَّا كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ نُودِيَ: إِنَّ الصَّلاةَ جَامِعَةٌ

Making a loud announcement of As-Salat (the prayer) in congregation for eclipse


Narrated `Abdullah bin `Amr:

"When the sun eclipsed in the lifetime of Allah's Messenger (ﷺ) an announcement was made that a prayer was to be offered in congregation."