হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৬৯

পরিচ্ছেদঃ সালাম ফিরানো

৪৬৯) উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম যখন সালাম ফিরাতেন তখন মহিলাগণ সালাম ফিরানোর সাথে সাথে দাঁড়িয়ে যেতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম দাঁড়ানোর পূর্বে সামান্য সময় বসে অবস্থান করতেন।

باب التَّسْلِيمِ

৪৬৯ـ عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّه عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ إِذَا سَلَّمَ قَام النِّسَاءُ حِينَ يَقْضِي تَسْلِيمَهُ وَمَكَثَ يَسِيرًا قَبْلَ أَنْ يَقُومَ. (بخارى:৮৩৭)

Taslim [turning the face to the right and then to the left and saying "As-Salamu alikum wa rah mat-ullah" at the end of the Salat (prayers)]


Narrated Um Salama:

Whenever Allah's Messenger (ﷺ) finished his prayers with Taslim, the women would get up and he would stay on for a while in his place before getting up.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উম্মু সালামাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ