হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৪৬

পরিচ্ছেদঃ সেজদা হতে উঠার সময় তাকবীর বলা

৪৪৬) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নামাযে দাঁড়াতেন তখন তাকবীর বলতেন। অতঃপর যখন রুকূতে যেতেন তখনও তাকবীর বলতেন। আর যখন রুকূ হতে পিঠ সোজা করতেন তখন বলতেন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’। অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে বলতেনঃ রাব্বানা ওয়া লাকাল হাম্দ’।

باب التَّكْبِيرِ إِذَا قَامَ مِنَ السُّجُودِ

৪৪৬ـ عَن أَبِي هُرَيْرَةَ قَال:َ كَانَ رَسُولُ اللَّهِ إِذَا قَامَ إِلَى الصَّلاةِ يُكَبِّرُ حِينَ يَقُوم،ُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَع،ُ ثُمَّ يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنَ الرَّكْعَةِ، ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ (بخارى:৭৮৯)

Saying the Takbir on raising from the prostration


And narrated Abu Huraira:

Whenever Allah's Messenger (ﷺ) stood for the prayer, he said Takbir on starting the prayer and then on bowing. On rising from bowing he said, "Sami`a llahu liman hamidah," and then while standing straight he used to say, "Rabbana laka-l hamd"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ