হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪১৭

পরিচ্ছেদঃ নামাযের কাতার সোজা করার সময় ইমাম মানুষের দিকে মুখ ফিরিয়ে দেখবে

৪১৭) আনাস (রাঃ) হতে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিকে ফিরে বললেনঃ তোমরা তোমাদের কাতার সোজা কর এবং একজন অন্যজনের সাথে মিলিত হয়ে দাঁড়াও। কারণ আমি তোমাদেরকে আমার পিঠের পেছন থেকেও দেখতে পাই।

টিকাঃ এ হাদীছ থেকে আমরা শিক্ষা পেলাম যে, ইমামের উচিত নামায শুরু করার পূর্বে মুক্তাদীর দিকে তাকিয়ে দেখা এবং কাতার সোজা না হয়ে থাকলে তাদেরকে তা সোজা করতে বলা। আমাদের সমাজের ইমামগণ এ ব্যাপারে গাফিলতী করে থাকেন। যা মোটেই কাম্য নয়। আল্লাহ তা’আলা সকলকে সুন্নাতের অনুসারী হওয়ার তাওফীক দিন। আমীন

باب إِقْبَالِ الإِمَامِ عَلَى النَّاسِ عِنْدَ تَسْوِيَةِ الصُّفُوفِ

৪১৭ـ عن أَنَسِ بْنِ مَالِكٍ : أنَّ النَّبِيَّ قَالَ أَقِيمُوا صُفُوفَكُمْ وَتَرَاصُّوا، فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي.

Facing of the Imam towards his followers while straightening the rows.


Narrated Anas bin Malik:

Once the Iqama was pronounced and Allah's Messenger (ﷺ) faced us and said, "Straighten your rows and stand closer together, for I see you from behind my back.'


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ