হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪০৭

পরিচ্ছেদঃ ইমামের পূর্বে (রুকূ-সেজদাহ) থেকে মাথা উঠানোর গুনাহ

৪০৭) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি ইমামের পূর্বে রুকূ বা সেজদা থেকে মাথা উঠায় সে কি ভয় করেনা যে, আল্লাহ তার মাথাকে গাধার মাথায় পরিণত করে দিবেন অথবা তাঁর আকৃতিকে গাধার আকৃতিতে পরিণত করে দিবেন?

باب إِثْمِ مَنْ رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ

৪০৭ـ عن أبي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ قَالَ أَمَا يَخْشَى أَحَدُكُمْ أَوْ أَلا يَخْشَى أَحَدُكُمْ إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ، أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ أَوْ يَجْعَلَ اللهُ صُوْرَتَهُ صُوْرَةَ حِمَارٍ. (بخارى:৬৯১)

The sin of the one who raises his head before the Imam (raises his head)


Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "Isn't he who raises his head before the Imam afraid that Allah may transform his head into that of a donkey or his figure (face) into that of a donkey?"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ